News71.com
 International
 19 Jul 17, 01:29 PM
 189           
 0
 19 Jul 17, 01:29 PM

ফিলিপাইনে প্রেসিডেন্টের গাড়ী বহরে অতর্কিত হামলা, ৪ দেহরক্ষী আহত।।

ফিলিপাইনে প্রেসিডেন্টের গাড়ী বহরে অতর্কিত হামলা, ৪ দেহরক্ষী আহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে বুধবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের দেহরক্ষীদের গাড়ি বহর লক্ষ্য করে অতর্কিতে হামলা চালিয়েছে সন্দেহভাজন কমিউনিস্ট বিদ্রোহীরা।এতে তার চার দেহরক্ষী আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।বিদ্রোহীরা এর আগে হামলার হুমকি দিয়েছিল।কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের একটি মহাসড়কে এ হামলা চালানো হয়।এ সময় দুতার্তে ওই বহরে ছিলেন না।এই হামলার জন্য সেনা কর্মকর্তারা নিউ পিপলস আর্মিকে দায়ী করেছেন।এটি কমিউনিস্ট পার্টি অব দ্য ফিলিপাইন্সের চার হাজার সদস্যের সশস্ত্র শাখা।

ইসলামিক স্টেট গ্রুপের আদলে গড়া উগ্রবাদীদের পরাজিত করতে ডিসেম্বর পর্যন্ত মিন্দানাওয়ে সামরিক আইন জারির জন্য দুতার্তে কংগ্রেসের প্রতি আহ্বান জানানোর একদিন পর এ হামলা চালানো হল।মারাউই নগরীতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই উগ্রবাদীদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে।উগ্রবাদীরা গত ২৩ মে মারাউইতে হামলা চালায়।এরপর দ্বীপটিতে ৬০ দিনের সামরিক আইন বহাল রয়েছে।দুতার্তের সামরিক আইনের মেয়াদ বাড়ানোর জবাবে এশিয়ায় সবচেয়ে বেশি দিন ধরে বিদ্রোহী তৎপরতা চালানো কমিউনিস্ট পার্টিটি সরকারের ওপর হামলা শুরু করার জন্যে মঙ্গলবার এর সামরিক শাখাকে নির্দেশ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন