News71.com
 International
 19 Jul 17, 01:27 PM
 172           
 0
 19 Jul 17, 01:27 PM

ভারতে বাংলাদেশি পর্যটকই সবচেয়ে বেশি।।  

ভারতে বাংলাদেশি পর্যটকই সবচেয়ে বেশি।।   

নিউজ ডেস্কঃ গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ২২.৫ ভাগ। ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে,২০১৭ সালের জুনে দেশটিতে পর্যটকের সংখ্যা ছিল ৬ লাখ ৭০ হাজার। গত বছর যা ছিল ৫ লাখ ৪৭ হাজার। ২০১৫ মাসে এটি ছিল ৫ লাখ ১২ হাজার। ভারতে পর্যটকদের তালিকায় শীর্ষে বাংলাদেশ (২৯.২৩ শতাংশ)। এর ঠিক পরেই আছে যুক্তরাষ্ট্র (১৯.৭০ শতাংশ), যুক্তরাজ্য (৬.১৪ শতাংশ),মালয়েশিয়া (৩.৮২ শতাংশ),অষ্ট্রেলিয়া (২.৫৬ শতাংশ) এবং চীন (২.৫২ শতাংশ)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন