নিউজ ডেস্কঃ গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ২২.৫ ভাগ। ভারতের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে,২০১৭ সালের জুনে দেশটিতে পর্যটকের সংখ্যা ছিল ৬ লাখ ৭০ হাজার। গত বছর যা ছিল ৫ লাখ ৪৭ হাজার। ২০১৫ মাসে এটি ছিল ৫ লাখ ১২ হাজার। ভারতে পর্যটকদের তালিকায় শীর্ষে বাংলাদেশ (২৯.২৩ শতাংশ)। এর ঠিক পরেই আছে যুক্তরাষ্ট্র (১৯.৭০ শতাংশ), যুক্তরাজ্য (৬.১৪ শতাংশ),মালয়েশিয়া (৩.৮২ শতাংশ),অষ্ট্রেলিয়া (২.৫৬ শতাংশ) এবং চীন (২.৫২ শতাংশ)।