News71.com
 International
 19 Jul 17, 12:33 PM
 201           
 0
 19 Jul 17, 12:33 PM

আইনি পথেই বাংলাদেশি শাকুরকে ব্রিটেনের হাতে তুলে দেবে ভারত।।  

আইনি পথেই বাংলাদেশি শাকুরকে ব্রিটেনের হাতে তুলে দেবে ভারত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আবদুল শাকুরকে ব্রিটেনের কাছে হস্তান্তর করছে ভারত। মোহাম্মদ আবদুল শাকুর ১০ বছর আগে ব্রিটেনে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু শাকুরের বিরুদ্ধে অন্য একটি মামলা চলছিল ভারতে। ভারতে তার বিরুদ্ধে মামলা চলছিল মানে তাকে ভারতেই রাখতে হবে। এক্ষেত্রে ব্রিটেনে তাকে হস্তান্তরের বিষয়ে জটিলতা ছিল। এবার ভারত মামলা তুলে নিতে সম্মত হয়েছে। সংশ্লিষ্ট একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন,আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই ব্রিটেনের হাতে শাকুরকে তুলে দিতে পারে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন