News71.com
 International
 19 Jul 17, 12:35 AM
 195           
 0
 19 Jul 17, 12:35 AM

বিনিয়োগ অবকাঠামো উন্নয়নে এডিবির ৫২৬ মিলিয়ন ডলার অনুমোদন।।

বিনিয়োগ অবকাঠামো উন্নয়নে এডিবির ৫২৬ মিলিয়ন ডলার অনুমোদন।।

আন্তর্জাতিক ডেস্কঃ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা বোর্ড দেশে বিনিয়োগ অবকাঠামোর টেকসই উন্নয়নে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিসহ পাবলিক-প্রাইভেট পাটর্নারশীপে (পিপিপি) অর্থায়নে ৫২৬ মিলিয়ন ডলার অনুমোদন করেছে।আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সহায়তার মধ্যে ৫শ’ মিলিয়ন ডলার মাঝারি ও বড় আকারের পিপিপি’র অবকাঠামো প্রকল্পে অর্থায়নে এবং ২৬ মিলিয়ন ডলার ক্ষুদ্র ও মাঝারি আকারের নবায়নযোগ্য জ্বালানি ও দেশের গ্রামীণ এলাকায় জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে অর্থায়নের জন্য।

উভয় ধরনের ঋণ তৃতীয় পাবলিক-প্রাইভেট ইনফ্রাক্ট্রাচার ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির (পিপিআইডিএফ-৩) আওতায় দেয়া হবে।এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ইনফ্রাক্ট্রাচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (আইডিসিওএল) দক্ষতা আরো বৃদ্ধির জন্য ফিন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট পার্টনারশীপ ফান্ড থেকে ৫০ হাজার ডলার কারিগরী সহায়তা অনুমোদন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন