News71.com
 International
 19 Jul 17, 12:27 AM
 191           
 0
 19 Jul 17, 12:27 AM

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪।।

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দীদের একটি নিরাপত্তা চেকপয়েন্টে এক আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্স আজ মঙ্গলবার এ একথা জানায়। ব্রিটেন ভিত্তিক মনিটর বলছে,রাস-আল-আইন শহর থেকে ২০ কিলোমিটার দূরে হাসাকেহ প্রদেশের আসেইশ নিরাপত্তা বাহিনীর চেকপয়েন্টে বিস্ফোরণটি ঘটানো হয়। এতে তাদের দুই সদস্য নিহত হয়েছে। কুর্দীশ নিয়ন্ত্রিত এলাকায় আইএস নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। তবে আইএস তাৎক্ষনিকভাবে আজ মঙ্গলবারের ঘটনার দায় স্বীকার করেনি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন