News71.com
 International
 18 Jul 17, 09:44 PM
 236           
 0
 18 Jul 17, 09:44 PM

সংকট সমাধানের জন্য সৌদি আরব-কাতার যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।।

সংকট সমাধানের জন্য সৌদি আরব-কাতার যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান চলতি মাসে কাতার ও সৌদি আরব সফর করবেন। ওই দু’দেশের মধ্যে চলমান গভীর কূটনৈতিক সংকটের মধ্যে আজ মঙ্গলবার এই সফরের ঘোষণা দেয়া হয়। কাতার সংকটের মুখ্য মধ্যস্থতাকারী এরদোগান তার ২৩-২৪ জুলাইয়ের সফরের সময় কুয়েতেও সফর করবেন। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম চলমান সংকটকে অর্থহীন উল্লেখ করে বলেন,আঙ্কারা এই সমস্যা সমাধানে গঠনমূলক ও সক্রিয় ভূমিকা পালন করবে। আর এরদোগানের সফর এই প্রচেষ্টারই একটি অংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন