News71.com
 International
 18 Jul 17, 09:31 PM
 207           
 0
 18 Jul 17, 09:31 PM

বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারত।।

বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করল ভারত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামী বক্তা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারত সরকার। আজ মঙ্গলবার মুম্বাই আঞ্চলিক পাসপোর্ট অফিস এ বাতিল আদেশ দেয়। এর আগে মুম্বাই পাসপোর্ট অফিস থেকে তাকে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। ওই সময়ের মধ্যে তিনি পাসপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় পাসপোর্ট বিভাগ থেকে জানানো হয়েছে,২০১৬ সালে ঢাকায় ‘হলি আর্টিজান ক্যাফে’ হামলায় জাকিরের বিরুদ্ধে অভিযোগ থাকায়,তার পাসপোর্ট কেন বাতিল করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চলতি মাসের শুরুতে ইস্যুকৃত ওই নোটিশে আরো বলা হয়েছে,১৩ জুলাইয়ের মধ্যে জাকির নায়েককে এর কারণ দর্শাতে হবে। তা না হলে তার পাসপোর্টসহ অন্যান্য ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র অবৈধ ঘোষণা করা হবে।

ঢাকার গুলশানে হলি আর্টিজানে নিহত জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গুলশান হামলার পর জাকির নায়েকের কার্যকলাপ নজরদারিতে আনা হয়। গত বছরের ১ জুলাই অর্থাৎ গুলশান হামলার দিন তিনি ভারত ছেড়ে সৌদি আরবে আশ্রয় নেন এবং পরবর্তীতে সেদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস শুরু করেন বলে বিভিন্ন খবরে বলা হয়। এরপর ১৮ নভেম্বর ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জাকির নায়েক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে। এছাড়া জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) নিষিদ্ধ করে ভারত। বন্ধ করে দেওয়া হয় তার পরিচালিত এনজিও এবং টেলিভিশন চ্যানেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন