আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম রাকিবুল ইসলাম খান,বয়স ৪৫ বছর। এসময় আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে আল খারিজ থেকে রিয়াদ যাওয়া পথে রিয়াদ চেকপোস্টের কাছাকাছি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের পারিবারিক সূত্র জানায়,তার এক মেয়ে ও দুই ছেলেসন্তান রয়েছে। রাকিবুল আলখারিজ এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
নিহত রাকিবুল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নোয়াগাঁও গ্রামের আলী নেওয়াজ খানের ছোট ছেলে। এদিকে,এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেটের কামাল হোসেন (৪২)। তার প্রসঙ্গে আলখারিজ বাদশাহ খালেদ হাসপাতালের চিকিৎসকরা জানান,তার দু'টি পা ভেঙে গেছে। অন্যদিকে,সরাইল হালুয়া পাড়ার নূর আলমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত রাকিবুলের মৃতদেহ আলখারিজ বাদশাহ খালেদ হাসপাতালের হিমঘরে রাখা আছে।