আন্তর্জাতিক ডেস্কঃ দেশজুড়ে ছড়িয়ে পড়ছে জালনোট। এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া সরকার। গতকাল সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে,কিছু অসাধু ব্যক্তির জন্য দেশজুড়ে ছেয়ে গিয়েছে জালনোট। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দা বিভাগের প্রধান জন কিং। তিনি জানিয়েছেন,একদল অসাধু ব্যক্তি অস্ট্রেলিয়ার ৫০ ডলারের নোট ত্রুটিহীনভাবে জাল করতে সক্ষম হয়েছে এবং তা বাজারে ছড়িয়ে দিচ্ছে।
এমনকি ওয়েবেও বিক্রি করা হচ্ছে সেই জাল নোট। তিনি জানিয়েছেন,এই জাল নোটগুলি আসল নোটের চেয়ে আকারে অনেকটাই ছোট। সিরিয়াল নাম্বারেও রয়েছে বেশ কিছু অসমাঞ্জস্যতা। অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই এই চক্রটি কাজ করছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।