News71.com
 International
 18 Jul 17, 01:26 PM
 193           
 0
 18 Jul 17, 01:26 PM

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত।।  

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে জঙ্গি দমনে বড় সাফল্য পেল সেনাবাহিনী। কাশ্মীরের অনন্তনাগ জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। গতকাল সোমবার রাতে অনন্তনাগ জেলায় জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী। ওয়ানি গ্রামে সেনা জওয়ানেরা ঢুকতেই শুরু হয় গুলির লড়াই। সেই লড়াইয়ে মারা যান তিন জঙ্গি। সেনাবাহিনীর দাবি,মৃত তিন জঙ্গি লস্কর-ই-তোইবার সদস্য। মৃতদের পরিচয়ও জানা গিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ডিজিপি এসপি ভাইড।

নিহত জঙ্গিরা হলেন- সৌকত,মুদাসসির এবং জিবরান। এই জঙ্গিদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল,একটি এসএলআর এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সমগ্র এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান পুলিশের। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এক সপ্তাহ আগে এই অনন্তনাগ জেলাতেই অমরনাথ যাত্রীদের একটি বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলাকারীরাও জঙ্গি গোষ্ঠী লস্করের সদস্য বলে তদন্তে উঠে আসে। সেই হামলায় জড়িত নাসির, সাদ, জিবরাল এখনও অনন্তনাগেই লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন