আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়েছে বলে বিভিন্ন দেশের বিশ্লেষকরা ধারণা করছেন। তবে ইরাকের এক কুর্দি কর্মকর্তার দাবি,জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের এ প্রধান এখনো জীবিত। আজ সোমবার ইরাকের কুর্দি অঞ্চলের সন্ত্রাসবাদবিরোধী শীর্ষ কর্মকর্তা লাহুর তালাবানি এ দাবি করেছেন। তিনি বলেন,তিনি ৯৯ শতাংশ নিশ্চিত যে বাগদাদি এখনো জীবিত এবং তিনি সিরিয়ার দক্ষিণে রাক্কা শহরে লুকিয়ে আছেন।
তিনি বলেন,বাগদাদি অবশ্যই জীবিত। সে মারা যায়নি। সে যে জীবিত এই বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। আমরা ৯৯ শতাংশ নিশ্চিত। ভুলে গেলে চলবে না তার শেকড় ছিল ইরাকের আল কায়েদাতে। তখনও সে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে লুকিয়ে ছিল। সে জানে সে কি করছে। তিন বছর পর চলতি মাসে আইএসের কাছ থেকে মসুল পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী,সিরিয়ার রাক্কায়ও জঙ্গিগোষ্ঠীটির ওপর চাপ বাড়ছে।
গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মে মাসের বিমান হামলায় বাগদাদি নিহত হয়েছেন বলে তাদের ধারণার কথা জানায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এ ব্যাপারে কিছু না বললেও সপ্তাহখানেক আগে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আইএসপ্রধানের মৃত্যুর ‘নিশ্চিত তথ্য’ পাওয়ার কথা জানিয়েছিল। তবে বাগদাদির মৃত্যুর দাবি করার পর আর তার কোনো ভিডিও বা অডিও বার্তা পাওয়া যায়নি। বাগদাদির এ নিরবতাকেই অনেকে তার মৃত্যুর লক্ষণ হিসেবে মনে করছেন।