News71.com
 International
 17 Jul 17, 05:05 PM
 175           
 0
 17 Jul 17, 05:05 PM

উপদ্বীপে শান্তি ফেরাতে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া।।

উপদ্বীপে শান্তি ফেরাতে উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া।।


আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে উত্তর কোরিয়া সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। একের পর এক পারমানবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশটির সাথে সামরিক বিষয়ে আলোচনার প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এই প্রস্তাবে রাজি হলে ২০১৫ সালের পর এটাই হবে দু’দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক।

আলোচনার এ প্রস্তাবের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, কোরিয়া সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে,তা প্রশমনের জন্যই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। সংলাপের মাধ্যমে দু’দেশের মধ্যকার উত্তেজনা অনেকটা কমে আসবে বলেও তিনি আশাবাদী। এর আগেও বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা জানিয়েছেন। সম্প্রতি বার্লিনে ভাষণ দেয়ার সময়ও তিনি একই ইচ্ছার কথা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন