News71.com
 International
 17 Jul 17, 12:40 PM
 172           
 0
 17 Jul 17, 12:40 PM

দৈত্যাকারের ড্রোনের পরীক্ষা চালালো চীন।।

দৈত্যাকারের ড্রোনের পরীক্ষা চালালো চীন।।

আন্তর্জাতিক ডেস্কঃ নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশালাকারের একটি ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে চীন।চাইহং-৫ নামের এ ড্রোন এখন গণভাবে উৎপাদন করা হবে।চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের খবর অনুসারে, এ ড্রোনের একেকটি পাখা ২১ মিটার লম্বা এবং এক টনের বেশি ওজন বহন করতে পারে।চাইহং বা রঙধনু সিরিজের এটি হচ্ছে সবচেয়ে বড় আকারের ড্রোন।এটা একটানা ৬০ ঘণ্টা আকাশে উড়তে এবং ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হচ্ছে, চাইহং-৫ নামের এ ড্রোন দিয়ে শত্রুর বিরুদ্ধে গোয়েন্দাগিরি ও শত্রু অবস্থানে হামলা, নজরদারি এবং টহল দেয়া যাবে।এছাড়া, বিভিন্ন রকমের জরিপ ও জরুরি ত্রাণ তৎপরতার মতো ব্সোমরিক কাজেও ব্যবহার করা যাবে।চিহং প্রকল্পের প্রধান প্রকৌশলী শি ওয়েন জানান, এ ড্রোন নানামুখী কাজে ব্যবহার করা যাবে এবং এটা বিশ্বের অন্যতম সেরা ড্রোন।তবে প্রয়োজনে আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এ ড্রোনের উন্নয়ন ঘটানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন