News71.com
 International
 17 Jul 17, 12:39 PM
 168           
 0
 17 Jul 17, 12:39 PM

কাতারের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত : মার্কিন গোয়েন্দা সূত্র।।

কাতারের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত : মার্কিন গোয়েন্দা সূত্র।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং সরকারের সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে সাইবার হামলার সাথে জড়িত ছিল সংযুক্ত আরব আমিরাত বা ইউএই।মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে।মে মাসের শেষের থেকে চালানো সাইবার হামলা বা হ্যাকের ঘটনাকে কেন্দ্র করে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের সাথে কাতারের কূটনৈতিক বিরোধের সূচনা হয়।খবরে বলা হয়েছে, নতুন করে তথ্য-প্রমাণ বিশ্লেষণের ভিত্তিতে কাতারে চালানো সাইবার হামলার সাথে ইউইএ’র জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।গত সপ্তাহে এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছে পত্রিকাটি।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াশিংটন ।অবশ্য আমেরিকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল-ওতিবা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।

এক বিবৃতিতে একে ‘মিথ্যা’ বলেও দাবি করেন তিনি।সাইবার হামলার মাধ্যমে ইরান, ইসরাইল এবং আমেরিকাসহ স্পর্শকাতার বিষয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির নামে বক্তব্য প্রকাশ করা হয়।২৪ মে প্রকাশিত তার এ কথিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পারস্য উপসাগরের কোনো কোনো দেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।এরপরই তড়িঘড়ি কাতারের সংবাদ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, ইউএই, বাহরাইন এবং মিসর।পাশাপাশি সৌদির প্রতি দ্রুত সমর্থন ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।দাবি করেন, দুর্ভাগ্যজনক ভাবে কাতার ব্যাপকভাবে সন্ত্রাসীদের তহবিলের যোগান দিচ্ছে।এর কিছুদিন আগেই সৌদি আরবের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছে আমেরিকা।অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন