আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় আসাদ বিদ্রোহীদের হামলায় দামেস্কের রাশিয়ান দূতাবাস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সুত্র জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।এ ব্যাপারে সুত্রকে জানায়, রবিবার রাতের এ হামলা দূতাবাস প্রাঙ্গণে আঘাত করে।প্রসঙ্গত, এর আগেও রাজধানীর উপকন্ঠে সিরীয় বিদ্রোহীদের দ্বারা রাশিয়ার দূতাবাসে হামলা হয়েছিল।উল্লেখ্য, রাশিয়া আসাদ সরকারের শক্তিশালী সমর্থক এবং ৬ বছর ধরে চলমান এ যুদ্ধে ২০১৫ সাল থেকে সিরিয়ার সাথে যুক্ত হয়।বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে এক হাসপাতালে কাছে বোমা হামলায় ৫ জন আহত হবার কয়েক ঘন্টা পরই দামাস্কাসে এ হামলা হয় বলে জানা যায়।