News71.com
 International
 17 Jul 17, 10:39 AM
 179           
 0
 17 Jul 17, 10:39 AM

সিরিয়ায় রাশিয়ান দূতাবাসে আসাদ বিরোধী বিদ্রোহীদের হামলা।।

সিরিয়ায় রাশিয়ান দূতাবাসে আসাদ বিরোধী বিদ্রোহীদের হামলা।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় আসাদ বিদ্রোহীদের হামলায় দামেস্কের রাশিয়ান দূতাবাস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সুত্র জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।এ ব্যাপারে সুত্রকে জানায়, রবিবার রাতের এ হামলা দূতাবাস প্রাঙ্গণে আঘাত করে।প্রসঙ্গত, এর আগেও রাজধানীর উপকন্ঠে সিরীয় বিদ্রোহীদের দ্বারা রাশিয়ার দূতাবাসে হামলা হয়েছিল।উল্লেখ্য, রাশিয়া আসাদ সরকারের শক্তিশালী সমর্থক এবং ৬ বছর ধরে চলমান এ যুদ্ধে ২০১৫ সাল থেকে সিরিয়ার সাথে যুক্ত হয়।বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে এক হাসপাতালে কাছে বোমা হামলায় ৫ জন আহত হবার কয়েক ঘন্টা পরই দামাস্কাসে এ হামলা হয় বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন