আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দোতলা একটি বাড়িতে আগুন লেগে যায়। এ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় আজ রোববার ভোর সাড়ে ৪টার সময় জিয়াংসুর চাংশু শহরের ওই বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সাংহাইয়ের উত্তর-পশ্চিম দিকের শহরটির ওই বাড়িতে কতো লোক বাস করত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বের করতে তদন্ত শুরু করা হয়েছে।