News71.com
 International
 16 Jul 17, 01:21 PM
 179           
 0
 16 Jul 17, 01:21 PM

শীঘ্রই ভারতের হাতে আসছে পারমাণবিক এয়ারক্রাফট ক্যারিয়ার।।

শীঘ্রই ভারতের হাতে আসছে পারমাণবিক এয়ারক্রাফট ক্যারিয়ার।।

আন্তর্জাতিক ডেস্কঃ খুব শিগগিরই ভারতের হাতে আসতে চলেছে পারমাণবিক শক্তিতে চালিত দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার।সূত্রের খবর, এতে থাকতে চলেছে মার্কিন ‘ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইয়ারক্রাফট লঞ্চার সিস্টেম’।সম্ভবত এর নাম হতে চলেছে ‘আইএনএস বিশাল’। তবে ২০২০-র আগে এই এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি সম্ভবপর নয় বলেও জানান হয়েছে।খরচ পড়বে আইএনএস বিক্রমের চেয়ে তিন গুণ বা দ্বিগুণ বেশি।

উল্লেখ্য, ভারতকে যারা অস্ত্র রফতানি করে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা।২০০৭ থেকে ১৫ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র রফতানি করা হয়েছে।পেছনে ফেলে দিয়েছে রাশিয়াকেও।এছাড়া সামনে আছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ডিফেন্স ডিল।ভারতকে মেজর ডিফেন্স পার্টনার হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা।প্রযুক্তি আদান-প্রদানও করছে।কিছুদিনের মধ্যে ভারতে আসছে মার্কিন গার্ডিয়ান ড্রোন।এছাড়া এফ-১৬ ও এফএ-১৮ ফাইটার জেটও বিক্রি করবে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন