News71.com
 International
 16 Jul 17, 10:19 AM
 184           
 0
 16 Jul 17, 10:19 AM

ইরানের মেট্রো রেলস্টেশনে গোলাগুলি নিহত ১;আহত ২।।

ইরানের মেট্রো রেলস্টেশনে গোলাগুলি নিহত ১;আহত ২।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলীয় এলাকার শাহর-এ-রে মেট্রো রেলে শনিবার গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।ইরানের সংবাদ দাতা জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিই হামলাকারী।সে একজন আলেমের ওপর ছুরি নিয়ে হামলা চালায়।পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়।আর গুরুতর আহত হয়েছেন ওই আলেম।এই হামলায় অপর এক ব্যক্তিও আহত হয়।স্থানীয়রা জানায়, এ সময় মেট্রো রেলের দরজাগুলো বন্ধ এবং মেট্রো রেলের সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়।তবে পরে আবার স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে।তবে ওই ব্যক্তির পরিচয় এখনো জানায় যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন