News71.com
 International
 16 Jul 17, 10:18 AM
 177           
 0
 16 Jul 17, 10:18 AM

ফুটবল খেলা দেখতে এসে সেনেগালে স্টেডিয়ামের দেয়াল ধসে ৮ দর্শকের মৃত্যু।।

ফুটবল খেলা দেখতে এসে সেনেগালে স্টেডিয়ামের দেয়াল ধসে ৮ দর্শকের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফুটবল ম্যাচ দেখতে এসে স্টেডিয়ামের দেয়াল ধসে প্রাণ হারালেন আট দর্শক। তবে আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। গতকাল শনিবার রাতে সেনেগালের রাজধানী ডাকারের ডেম্বা ডিওপ স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে স্টাডে ডি এমবুর ও ইউনিয়ন স্পোর্টিভ ওয়াকামের ম্যাচ শেষে এ দুর্ঘটনা ঘটে। নির্ধারিত সময় ম্যাচ অমীমাংসিত (১-১) থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে । স্তাদে দে বোর ২-১ ম্যাচ জিতে নেয়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই রণক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম। দুই দলের সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। আর এতেই দর্শকরা আরো আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দেওয়াল টপকাতে গিয়েই বিপত্তি ঘটে। তখনই এই দেয়াল ধসে আটজন মারা যান। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে সুত্র এমনটাই জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন