News71.com
 International
 16 Jul 17, 10:12 AM
 195           
 0
 16 Jul 17, 10:12 AM

লন্ডন থেকে সাইকেলে তিন বাংলাদেশিসহ ৮ জনের হজ যাত্রা।।

লন্ডন থেকে সাইকেলে তিন বাংলাদেশিসহ ৮ জনের হজ যাত্রা।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত মানুষের সাহায্যার্থে এ বছর সাইকেলযোগে আট ব্রিটিশ নাগরিক হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে এক মিলিয়ন পাউন্ড সংগ্রহ করতে চান দাতব্য সংস্থা হিউম্যান এইডের এসব সদস্য। ওই আট যুবকের মধ্যে আছেন বাংলাদেশের তিন বংশোদ্ভূত ব্রিটিশ। এরইমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন ওই আট যুবক। আটটি দেশের মোট ২০০০ মাইল পাড়ি দিতে তাদের সময় লাগতে পারে ছয় সপ্তাহ। আগস্টে ঠিক সময়ের মধ্যেই তারা সৌদি আরব পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

ব্রিটেন থেকে শুরু করে তারা সাইকেলে ভ্রমণ করবেন ফ্রান্স,জার্মানি,সুইজারল্যান্ড,ইতালি, গ্রিস। এর পর গ্রিস থেকে জাহাজে করে মিশর এবং সেখান থেকে সৌদি আরব। যদিও তারা তুরস্ক, সিরিয়া ও জর্ডান হয়ে সৌদি আরব যেতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার কারণে তাদের সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন