আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো চারজনের। গুরুতর আহত আরও চারজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরে। দুর্ঘটনায় মৃত ও আহতরা সকলেই পেশায় শ্রমিক বলে জানা গেছে৷ কাজ সেরে গতকাল রাতের দিকে চেলিয়া রোড থেকে পাথরকুনিয়ার দিকে একটি ম্যাটাডোর করে ফিরছিলেন প্রায় ২০ জন শ্রমিক৷ মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।
গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে প্রাথমিক ধারণা পুলিশের৷ গাড়িটিতে মোট ২০-২২ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে৷ তাদের মধ্যে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়৷ বাকী আরও চারজনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তাদের মধ্যে আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের বাঁকুড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত বাকি প্রায় ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতদের নাম গোবিন্দ বাউরি,সোনা বাউরি,রিধু বাউরি ও হাবুল বাউরি৷ এদের সকলেরই বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে৷