News71.com
 International
 15 Jul 17, 09:59 PM
 171           
 0
 15 Jul 17, 09:59 PM

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ,৩ বিচ্ছিন্নতাবাদী জঙ্গী নিহত।।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ,৩ বিচ্ছিন্নতাবাদী জঙ্গী নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ট্রল এলাকার বনাঞ্চলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মীরের তিনজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। তারা জয়শ ই মোহাম্মদের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। আজ শনিবার সকালেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলি চলছিল। গোলাগুলি অব্যাহত থাকায় নিহত তিন বিচ্ছিন্নতাবাদীর লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তারা দেখতে বিদেশিদের মতো বলেই মনে করছেন পুলিশের সেই কর্মকর্তা।

শ্রীনগর থেকে ৩৬ কিলোমিটার দূরে ট্রলের সাতোরা এলাকার ওই বনাঞ্চলে চার থেকে পাঁচ বিচ্ছিন্নতাবাদী আত্মগোপন করে আছে বলে ধারণা করা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির খবর পেয়ে বনটিতে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী,পুলিশ ও সিআরপিএফ জোয়ানদের সমন্বয়ে গড়া নিরাপত্তা বাহিনীর একটি দল। পুলিশের অপর এক কর্মকর্তা জানান,তল্লাশি অভিযান চালাকালে বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর দলটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় তারা নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন