News71.com
 International
 15 Jul 17, 05:01 PM
 178           
 0
 15 Jul 17, 05:01 PM

চলতি সালেই পাকিস্তান কেন্দ্রীক আবারো সক্রিয় হয়ে উঠছে ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদা।।

চলতি সালেই পাকিস্তান কেন্দ্রীক আবারো সক্রিয় হয়ে উঠছে ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ২০১৭ সালের মধ্যে পাকিস্তানকে কেন্দ্র করে পুরো ভারতীয় উপমহাদেশে আরো সক্রিয় হয়ে উঠেছে ইসলামি জঙ্গি সংগঠন আল কায়েদা। শত শত নতুন সদস্য সংগ্রহ করেছে এই জঙ্গি সংগঠনটি। আফগানিস্তানেই এর বেশিরভাগ সেলগুলো অবস্থিত। পাশাপাশি বাংলাদেশেও এর তৎপরতা বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের সংসদ সদ্যস বা আইন প্রণেতাদেরকে এমনটাই জানিয়েছেন দেশটির সন্ত্রাসবাদ বিশেষজ্ঞরা। কৌশলগত বিশেষজ্ঞ শেথ জি জোন্স বলেন,২০১৭ সালের মধ্যেই আল কায়েদা উপমহাদেশে শত শত সদস্য সংগ্রহ করেছে। আর আফগানিস্তানের হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকতিকা, গজনি এবং নুরিনস্তানে নতুন করে সেল স্থাপন করেছে। আফগানিস্তানে গত পাঁচ বা দশ বছরের তুলনায় আল কায়েদার উপস্থিতি এখন আরো অনেক বেশি হারে বেড়েছে।গতকাল যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ মোকাবেলা এবং গোয়েন্দা তৎপরতা বিষয়ক হাউজ হোমল্যান্ড সিকিউরিটি সাব কমিটির কাছে তিনি এই বক্তব্য পেশ করেন।


আল কায়েদার এই পুনরুজ্জীবন ঘটেছে আফগানিস্তানে তালেবানদের অগ্রগতির ফলে। এছাড়া তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং লস্কর-ই-জাঙ্গভী’র মতো জঙ্গি সংগঠনগুলোও এ ক্ষেত্রে সহায়তা করেছে। এমনটাই বলেছেন মি. জোনস। ২০১৪ সালে আল কায়েদার সন্ত্রাসীদের নেতা আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা প্রতিষ্ঠরা ঘোষণা দেন।এক্ষেত্রে আফগানিস্তান,পাকিস্তান এবং বাংলাদেশের সেলগুলোকে অভয়ারণ্য হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। জাওয়াহিরি বলেন,ভারতীয় উপমহাদেশে আল কায়েদার নতুন শাখা ‘কায়েদা আল জিহাদ’প্রতিষ্ঠা করা হয়েছে। যার লক্ষ্য হবে ভারতীয় উপমহাদেশে ইসলামি শাসন ফিরিয়ে আনা। আল কায়েদার এই নতুন শাখার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তান ভিত্তিক হরকাতুল জিহাদের সাবেক সদস্য অসিম উমরকে। আর তার সহকারি নিয়োগ করা হয় আবু জরকে। অ্যামেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর গবেষক ক্যাথেরিন জিমারম্যান বলেন, সম্প্রতি আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) তাদের প্রচার-প্রচারণা যেভাবে বাড়িয়েছে তা থেকেই বুঝা যায় যে তারা নিজেদেরকে পুনরুজ্জীবিত করতে চাইছে।

জিমারম্যান বলেন,আল কায়েদা কখনোই পাকিস্তানে এর আস্তানাগুলো পুরোপুরি হারায়নি। আর ২০১৫ সালেও আফগানিস্তানে বিশাল সব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। এর প্রমাণ ২০১৫ সালে আল কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় শতাধিক জঙ্গির নিহত হওয়া। ২০১৬ সালের অক্টোবরেও মার্কিন হামলায় আফগানিস্তানে সক্রিয় আল কায়েদার সিনিয়র এক জঙ্গি নেতা নিহত হয়েছেন। আর এসব থেকেই প্রমাণিত হয় আল কায়েদা পুর্ণোদ্যমে ফিরে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন