আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় খেলাধুলার দিক দিয়ে প্রথমেই যে ক্রিকেট তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের সাফল্য সে কথাই বলে।তবে এই খেলা এখন আর কেবল সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই।ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গিরাও সুযোগ পেলে ক্রিকেট খেলে বিনোদিত হন।ভিডিওতে দেখা যাচ্ছে, পিঠে একে-৪৭, হাতে ব্যাট, বল।এখানেই শেষ নয়! বোলারের প্রান্তের উইকেটের জায়গাতেও মাটিতে পোঁতা রয়েছে একে-৪৭! আর এভাবেই কাশ্মীরের এক বাগানের মধ্যে নিশ্চিন্তে জঙ্গিরা ক্রিকেট খেলছে বলে খবর প্রকাশ।দক্ষিণ কাশ্মীরের কোনো একটি জায়গার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।যে অস্ত্র নিয়ে তারা নিরাপত্তাবাহিনী থেকে শুরু করে নিরাপদ মানুষের প্রাণ কেড়ে নেন সেই অস্ত্র এখন যে তাদের অবসরের বিনোদন জোগাচ্ছে তা সহজেই অনুমেয়।তবে এই জঙ্গিরা কোন গোষ্ঠীর সদস্য, তা জানা যায়নি।