আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকান দেশ মিশরের জনপ্রিয় হুগদা শহরের লোহিত সাগরের উপকূলবর্তী একটি হোটেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই জার্মান পর্যটক নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরও চারজন। হামলাকারী হোটেল জহাবিয়ায় চার পর্যটককে ছুরিকাঘাত করলে দুই নারী পর্যটকের মৃত্যু হয়।এরপর তিনি সাঁতার কেটে পাশের আরেকটি বিচে গিয়ে সেখানে আরো দুইজনের ওপর হামলা করেন।এ সময় পুলিশ তাকে আটক করে।স্থানীয় এল পালিকো হোটেলের ম্যানেজার সৌদি নাগরিক বলেন, পর্যটকরা সৈকতেই মারা যান।