News71.com
 International
 15 Jul 17, 10:12 AM
 186           
 0
 15 Jul 17, 10:12 AM

চীনকে সুপারপাওয়ার মনে করে না ভারত।।

চীনকে সুপারপাওয়ার মনে করে না ভারত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নতুন বিশ্ব শক্তির উত্থান হিসাবে চীনের নাম সুপারিশ করলেও ভারত তাকে পাত্তা দিচ্ছে না ।এখনও আমেরিকাকেই সুপারপাওয়ার হিসাবে দেখছেন অধিকাংশ ভারতবাসী। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ১০টির মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ৭টি দেশই চীনকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে রেখেছে। কিন্তু ভারতীয়দের মানসিকতা ভিন্ন। ভারতীয়রা এখনও মনে করেন,আমেরিকাই সব দিক থেকে বিশ্বের সেরা। সত্যি বলতে কী,মাত্র ২৬ শতাংশ ভারতীয়র মনেই চীন সম্পর্কে কোনও স্পষ্ট ধারণা রয়েছে।

৩৮টি দেশের বাসিন্দাদের মধ্যে ৪৭ শতাংশই মনে করেন,চীন এখন নতুন সুপারপাওয়ার। তুলনায় ৩৭ শতাংশ মানুষ সে কথা মানেন না। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমেরিকার ভাবমূর্তি খানিকটা ক্ষুন্ন হয়েছে। তবে একা আমেরিকা নয়,চীনা প্রেসিডেন্টের উপরও মানুষ খুব একটা শ্রদ্ধাশীল নন,সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। বিশ্বের ৫৩ শতাংশ মানুষই জিংপিংকে একজন উপযুক্ত রাষ্ট্রনেতা বলে মানেন না। তার সিদ্ধান্তের উপর ভরসা নেই বিশ্ববাসীর। ট্রাম্পের উপর ভরসা নেই ৭৪ শতাংশ বিশ্ববাসীর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিও মানুষ খুব একটা সদয় নন। অথচ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের প্রতি আস্থা রয়েছে ৪২ শতাংশ মানুষের। তাঁর বিরুদ্ধে গিয়েছে মাত্র ৩১ শতাংশ ভোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন