News71.com
 International
 14 Jul 17, 11:53 PM
 202           
 0
 14 Jul 17, 11:53 PM

জেরুজালেমের বিখ্যাত আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরাইল।।

জেরুজালেমের বিখ্যাত আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরাইল।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।স্থানীয় সময় শুক্রবার মসজিদটির একটি গেটের কাছে এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে।ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে। ইসরাইল পুলিশের দাবি, ওই তিনজন গুলি ছুঁড়ে অপর তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।এতে তারা নিহত হয়।আলজাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসেট জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়। আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল। গোলাগুলির এ ঘটনার পর ইসরাইলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন