নিউজ ডেস্কঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের নির্বাচনী সভা ১০ জুলাই রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্কলাস্টিকা স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা মীর আবদুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার কাজী শরিফুল হক (পান্না), মুক্তিযোদ্ধা শহিদুল হক মামা, মুক্তিযোদ্ধা মো. মফিজুল ইসলাম চৌধুরীসহ (কমান্ডার লাখাই উপজেলা কমান্ড) মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন।
সভায় মুক্তিযোদ্ধা কে এম মঞ্জুর আলী ২০১৭-২০১৯ সালের প্যানেলকে পরিচয় করে দেন। অন্য কোনো প্যানেল না থাকায়, মুক্তিযোদ্ধাদের উল্লসিত সমর্থনের মাধ্যমে কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়।২০১৭-২০১৯ সালের জন্য মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা মীর আবদুল কাদির, ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা এ এস এম মাসুদ ভূঁইয়া, সহকারী কমান্ডার (সাংগঠনিক) মুক্তিযোদ্ধা মো. আমানত উল্লাহ, সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, সহকারী কমান্ডার (যুদ্ধাহত ও পুনর্বাসন) মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান, সহকারী কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, সহকারী কমান্ডার (সাহিত্য ও সংস্কৃতি) মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম আজিম, সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ) মুক্তিযোদ্ধা এ কে এম আশরাফুল হোসেন মৃধা, সহকারী কমান্ডার (ক্রীড়া) মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমান্ডার (শ্রম ও জনশক্তি) মুক্তিযোদ্ধা এস এম রফিকুল ইসলাম, সহকারী কমান্ডার (দপ্তর) মুক্তিযোদ্ধা মো. মিজবাহ উদ্দিন, সহকারী কমান্ডার (প্রকল্প ও সমবায়) মুক্তিযোদ্ধা আলী আহমদ, সহকারী কমান্ডার (শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন) মুক্তিযোদ্ধা কাজী শফিকুল হক। কার্যকরী সদস্য ১. মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন, ২. মুক্তিযোদ্ধা মো. শামসুল আনোয়ার মুকুল, ৩. মুক্তিযোদ্ধা মো. আবদুল আজিজ নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্যরা ছাড়াও সভায় উপস্থিত থেকে সমর্থন জ্ঞাপন করেন মুক্তিযোদ্ধা কে এইচ এম মঞ্জুর আলী, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধা সৈয়দ মঈনুর রহমান, মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান, মুক্তিযোদ্ধা মঞ্জুর এলাহি, মুক্তিযোদ্ধা সাব্বির রহমান মতি, মুক্তিযোদ্ধা ফারুক ইসলাম, মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, মুক্তিযোদ্ধা রমজান আলী, মুক্তিযোদ্ধা আলেয়া শরীফ, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আবুল বাশার, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা এম রহমান (খুররম), মুক্তিযোদ্ধা ইলিয়াছ আহমেদ, মুক্তিযোদ্ধা মো. হারুন মিয়া, মুক্তিযোদ্ধা মো. চান মিয়া, মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান, মুক্তিযোদ্ধা মো. মঈনউদ্দিন আজহার, মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা তোজাম্মেল আলী ও মুক্তিযোদ্ধা বাদল কান্তি দে শিকদার, মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলম খোকন, মুক্তিযোদ্ধা আসাব উদ্দিন, মুক্তিযোদ্ধা আসাব আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক ও মুক্তিযোদ্ধা শাহ আলম।
সভায় সিদ্ধান্ত গৃহীত প্রস্তাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করা হয়।মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন ও জীবিত অবস্থায় যথাযথ সম্মান প্রদর্শনের সব সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবরে অনুরোধ জানানো হয়।সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মুক্তিযোদ্ধাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার পরিকল্পনা করছে।সভায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলসহ সব কমান্ডের মেয়াদোত্তীর্ণ হওয়ায়, সহসাই ঘোষিত নির্বাচন নিজ এলাকার কমান্ডের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরীর প্যানেলকে সমর্থন জ্ঞাপনের প্রস্তাব গৃহীত হয়।সভায় বক্তারা উল্লেখ করেন, ইদানীং যুক্তরাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে অমুক্তিযোদ্ধাদের সংযুক্ত করে যেসব কমিটি ঘোষণা করা হচ্ছে, তা আসল মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার প্রয়াস।শুধু সঠিক তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র কমান্ড গঠিত হয়েছে বলে সভায় ঘোষণা দেওয়া হয়।