আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের জ্বালানী খাতে সুইডেন সহযোগীতা করবে।বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানী, পাওয়ার ও গ্রিড সেক্টরে বিনিয়োগ করবে সুইডেন।সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বিদায় নেয়ার আগে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন।বাংলাদেশে নিযুক্ত বিদায়ী সুইডিশ রাষ্ট্রদূত জোহান প্রিসেল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের সাথে বৈঠকে বৃহস্পতিবার একথা জানান।আগামী ১৮ জুলাই এই রাষ্ট্রদূত বিদায় নিচ্ছেন।তিনি জানান, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই আগামী রোববারের সমঝোতা চুক্তি। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতেই বাংলাদেশের এনার্জি খাতের এই স্মারক স্বাক্ষরিত হবে।