News71.com
 International
 14 Jul 17, 02:40 PM
 178           
 0
 14 Jul 17, 02:40 PM

জার্মান নির্বাচনেও রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ

জার্মান নির্বাচনেও রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির আসন্ন নির্বাচনে সম্ভাব্য হস্তক্ষেপের জল্পনা নাকচ করে দিয়েছে রাশিয়া।রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, অন্য দেশের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের ক্ষমতার কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে।জার্মানির আসন্ন সাধারণ নির্বাচনে মস্কো প্রভাব বিস্তার করে ফলাফল পাল্টে দিতে পারে বলে যে ধারণা ছড়ানো হয়েছে তা তিনি সুস্পষ্ট ভাষায় নাকচ করেন।তিনি আরো বলেন, এটা নিতান্তই বাড়িয়ে বলা যে, রাশিয়া সারা বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে তা সে হোক আমেরিকা কিংবা জার্মানি।

ল্যাভরভ বলেন, যদি রাশিয়া সহজেই অন্য দেশের নির্বাচনকে প্রভাবিত করতে পারত তাহলে সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে অন্য দেশের রাজনৈতিক পরিস্থিতি নিজের অনুকূলে নিতে সক্ষম হতো।তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হয় যেন ইউক্রেনের মতো কোনো সমস্যাই নেই।এর আগে আমেরিকা ও ফ্রান্সের নির্বাচনে রাশিয়া প্রভাব বিস্তার করেছে বলে অভিযোগ উঠেছিল।এবার জার্মানির সাধারণ নির্বাচনের সম্ভাব্য প্রভাব বিস্তারের খবর বের হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন