News71.com
 International
 14 Jul 17, 11:54 AM
 357           
 0
 14 Jul 17, 11:54 AM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মজা করায় বিপাকে।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মজা করায় বিপাকে।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রামের রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাঁধে ভারী ব্যাগ। আশে পাশে কোনো নিরাপত্তা কর্মী নেই। মোদির অখণ্ড মনোযোগ হাতের মুঠোফোনটির দিকে। কোনো দিকে যেন হুশ নেই। চশমাটা চোখে নয়। কপালে তোলা। আর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতের এআইবি নামের একটি কমেডি গ্রুপ। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিয়েছে ভ্রমণলিপ্সু। মোদি প্রায়ই বিদেশ সফরে যান। সেটিকে ইঙ্গিত করেই এমন পোস্ট।

মোদির মতো দেখতে হলেও ছবিটি মোদির ছিল না। অন্য এক বয়স্ক লোকের ছিল। অথচ ছবিটি নিয়েই মোদিকে বিদ্রুপ করা হয়েছে। এবার গ্রুপটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ছবিটি ভাইরাল হয়ে যাওয়ায় নজরে আসে মুম্বাই পুলিশের। পরে সেটি তদন্তের জন্য সাইবার সেলে পাঠিয়েছে তারা। ছবিটি মুছে দিয়ে ক্ষমা চেয়েছে এআইবি। কিন্তু শেষ রক্ষা বোধ হয় হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন