আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর মধ্য হিদালগাও প্রদেশের তিজায়ুকা শহরে জন্মদিনের অনুষ্ঠানে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। জানা গেছে,শহরের একটি আবাসিক এলাকায় বাসার বাইরে আলাদা তাঁবু টাঙ্গিয়ে এ জন্মদিন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। পুলিশ জানায়,তারা তিনজন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কিন্তু অনুষ্ঠানের ১১ জন প্রাপ্তবয়স্ককে গুলি করে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য,মেক্সিকোতে সম্প্রতি মাদক চোরাচালান ও সরবরাহকারী মাফিয়া দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে ২১৮৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাম্প্রতিক এক প্রবণতা লক্ষ্য করা গেছে,শিশুদেরসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করা।