News71.com
 International
 14 Jul 17, 11:22 AM
 279           
 0
 14 Jul 17, 11:22 AM

মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে সমুখোশধারী ন্ত্রাসীদের হামলা,নিহত ১১।।

মেক্সিকোতে জন্মদিনের অনুষ্ঠানে সমুখোশধারী ন্ত্রাসীদের হামলা,নিহত ১১।।

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর মধ্য হিদালগাও প্রদেশের তিজায়ুকা শহরে জন্মদিনের অনুষ্ঠানে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। জানা গেছে,শহরের একটি আবাসিক এলাকায় বাসার বাইরে আলাদা তাঁবু টাঙ্গিয়ে এ জন্মদিন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। পুলিশ জানায়,তারা তিনজন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কিন্তু অনুষ্ঠানের ১১ জন প্রাপ্তবয়স্ককে গুলি করে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য,মেক্সিকোতে সম্প্রতি মাদক চোরাচালান ও সরবরাহকারী মাফিয়া দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে ২১৮৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাম্প্রতিক এক প্রবণতা লক্ষ্য করা গেছে,শিশুদেরসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন