আন্তর্জাতিক ডেস্কঃ আবার নাশকতা পাকিস্তানের বেলুচ প্রদেশে। প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক পুলিশ সুপারসহ চার নিরাপত্তারক্ষীকে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে প্রাদেশিক রাজধানী কোয়েটায়। হামলার দায় নেয়নি কোনও গোষ্ঠী। ঘটনায় নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কোয়েটার কিল্লি ডেবা এলাকায় কয়েকজন বন্দুকধারী পুলিশ ভ্যানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোয়েটার ডিআইজি আব্দুল রাজ্জাক চিমা জানান,গুলিতে মৃত্যু হয়েছে এসপি ও কয়েকজন রক্ষীর।
নিহত এসপির নাম মুবারক শাহ। এলাকা ঘিরে নিয়েছে সেনাবাহিনী। জানা গেছে,হামলাকারীদের টার্গেটে ছিলেন এসপি মুবারক। কী কারণে তাকে টার্গেট করা হয়েছিল তা জানা যায়নি৷ সম্প্রতি আরও একবার পুলিশের উপর হামলা করা হয়েছিল। সেই হামলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়। সেই হামলার দায় নিয়েছিল তেহরিক ই তালিবান পাকিস্তান।