News71.com
 International
 13 Jul 17, 09:13 PM
 170           
 0
 13 Jul 17, 09:13 PM

সুইডেন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ও গ্রিড সেক্টরে বিনিয়োগে আগ্রহী।।

সুইডেন বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ও গ্রিড সেক্টরে বিনিয়োগে আগ্রহী।।

নিউজ ডেস্কঃ নবায়নযোগ্য জ্বালানি,পাওয়ার ও গ্রিড সেক্টরে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। বাংলাদেশে সুইডেনের বিদায়ি রাষ্ট্রদূত জোহান প্রিসেল আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সাথে তার কার্যালয়ে বিদায়ি সাক্ষাতকালে এ আগ্রহ ব্যক্ত করেন। এ সময় বন্ধুপ্রতিম দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রসমূহ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। জোহান প্রিসেল বলেন,বাংলাদেশ ও সুইডেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সচিবালয়ে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশের এনার্জি খাতে সুইডেনের সহযোগিতা সংক্রান্ত ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বিদায়ী সুইডিশ রাষ্ট্রদূত বলেন,দ্রুত বিকাশমান মধ্যবিত্ত শ্রেণী এ দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন,সরকার বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বিকাশে ‘ইজ অভ্ ডুয়িং বিজনেস’,ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্টসহ প্রয়োজনীয় পলিসি প্রণয়ন,পরিবর্ধন ও সংস্কার কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি বলেন,বৈদেশিক বিনিয়োগ শুধু নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করে না,বরং তা দেশে বিদ্যমান জ্ঞান ও দক্ষতা প্রসারে ভূমিকা রাখে। বিডার নির্বাহী চেয়ারম্যান সুইডিশ বিনিয়োগকারীদের বাংলাদেশের কনজ্যুমার পণ্য,অবকাঠামো,শিক্ষা,প্রশিক্ষণসহ ফ্রন্টিয়ার খাতসমূহে বিনিয়োগের আহ্বান জানান। উল্লেখ্য,সুইডিশ রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর কর্মকাল শেষে আগামী ১৮ জুলাই সুইডেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন