News71.com
 International
 13 Jul 17, 03:04 PM
 174           
 0
 13 Jul 17, 03:04 PM

কঙ্গোতে নতুন ৩৮ গণকবরের সন্ধান।।

কঙ্গোতে নতুন ৩৮ গণকবরের সন্ধান।।

আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোতে নতুন করে আরো ৩৮টি গণ কবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির সংঘাতপূর্ণ মধ্যাঞ্চলের কাসাইয়ে সম্ভাব্য এসব গণকবরের সন্ধান পাওয়া যায়।বুধবার জাতিসংঘ এসব কথা জানায়।এখন পর্যন্ত ওই অঞ্চলে কমপক্ষে ৮০টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেপ্টেম্বর থেকে নিরাপত্তা বাহিনী ও উপজাতি মিলিশিয়াদের মধ্যে সংঘাতে এসব লোক প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।আন্তর্জাতিক গোষ্ঠী এ সংঘাতের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

রোমান ক্যাথলিক চার্চের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে সম্প্রতি বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতে ৩ হাজারের বেশী লোক নিহত হয়েছে।এর আগে জাতিসংঘের এমওএনইউএসসিও শান্তিরক্ষী মিশন দেশটিতে সংঘাতে ৪শ’ জনেরও বেশী নিহত হওয়ার কথা জানায়। এদিকে এ সংঘাতে কাসাই অঞ্চল থেকে প্রায় ১৩ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। জাতিসংঘ জানায়, এ মাসে তদন্ত দল কামোনিয়া ভূখণ্ডের দিবোকো ও সামবুলা এলাকায় সর্বশেষ এসব গণ কবরের সন্ধান পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন