আন্তর্জাতিক ডেস্কঃ জলবায়ুর পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, বর্ধিত পানি খরচ, শিল্পায়ন ও নগরায়নের কারণে বিশ্বব্যাপী দ্রুত নিঃশেষ হচ্ছে পানি। উষ্ণ তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বর্ধিত বন্যা, খরা ও বরফ গলা ও স্যানিটেশন ব্যবস্থা প্রভৃতি কারণে আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের অর্ধশত দেশ বিশুদ্ধ পানির সংকটে পড়বে।তবে বিশুদ্ধ পানির উত্স খুঁজতে মরক্কো মেঘের দ্বারস্থ হচ্ছে।মেঘ থেকে বিশুদ্ধ পানি ধরতে ইতোমধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বসানো হয়েছে মেঘ ধরার জাল।বিশেষ প্রকৃতির এই জালে ধরা পড়া মেঘের সেই পানিকেই পরিশোধন করে পানির জোগান মিলবে।জাতিসংঘের পানি বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে পৃথিবীর ১.৮ বিলিয়ন মানুষ তীব্র পানি সংকটে পড়বে।
আর প্রায় সমান সংখ্যক মানুষ বর্তমানে দূষিত পানির ওপর নির্ভর করছে।বৃষ্টিহীন অনেক এলাকায় বাড়ির পানির জন্য ছোট ছোট মেয়েরা স্কুল ছাড়তে বাধ্য হয়।চিলি, ইরিথ্রিয়া, মরোক্কোর মতো দেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে বৃষ্টিপাত হওয়াটা বিরল ঘটনার মতো।তাই এই সব অঞ্চলে মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে নতুন প্রযুক্তির দিকে ঝুঁকেছে বিজ্ঞানীরা।মরোক্কোর বাউতমেজগুইদা পর্বতমালার উপর বসানো এই মেঘ ধরার ফাঁদের সাফল্য অন্য কয়েকটি প্রকল্পে লাগানোর কথা ভাবছে কর্তৃপক্ষ।আগামী ২০১৮ সালের মধ্যে ১৭০০ বর্গ মিটার জুড়ে এই ধরনের জালিকা বসানোর পরিকল্পনা রয়েছে।অঞ্চলভেদে এবং বছরের নির্দিষ্ট সময়ভেদে প্রতি বর্গ মিটার জালিকা থেকে ছয় থেকে ২২ লিটার পর্যন্ত পানি পাওয়া সম্ভব।