News71.com
 International
 05 Jul 17, 03:57 PM
 182           
 0
 05 Jul 17, 03:57 PM

ফিলিপাইনে ২ ভিয়েতনামী জিম্মিকে হত্যা করল জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ।।

ফিলিপাইনে ২ ভিয়েতনামী জিম্মিকে হত্যা করল জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের সামরিক বাহিনী আজ বুধবার জানিয়েছে,আবু সায়াফ জঙ্গিরা ভিয়েতনামের দুই নাগরিককে হত্যা করেছে। গত বছর তারা এদের জিম্মি করেছিল। সামরিক বাহিনীর ওয়েস্টার্ন মিন্দানাও কমান্ডের মুখপাত্র জো-অ্যান পেতিংলে বলেন,সুমিসিপ গ্রামের বাসিন্দারা স্থানীয় সময় আজ বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে লাশ দু’টি দেখতে পায় এবং উদ্ধার করে।

নিহতদের নাম হোয়াং থোং ও হোয়াং ভা হাই। তারা এমভি রয়েল-১৬ নামের একটি ভিয়েতনামিজ মালবাহী জাহাজের ক্রু ছিলেন। গত বছরের নভেম্বর মাসে এই জাহাজের ছয় ক্রুকে বাসিলানের সিবাগো দ্বীপের অদূরে সাগর থেকে অপহরণ করা হয়। পেতিংলে আরো বলেন,ফিলিপাইনের সামরিক বাহিনীর সদস্যরা ভিয়েতনাম দূতাবাসের সঙ্গে একযোগে ঘটনাটির তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন