News71.com
 International
 05 Jul 17, 03:55 PM
 188           
 0
 05 Jul 17, 03:55 PM

ভেনিজুয়েলায় ৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত।।

ভেনিজুয়েলায় ৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত।।

 ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নুয়েভা এসপার্তা রাজ্যে গতকাল মঙ্গলবার একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে নয়জন আরোহী ছিলেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রিভারলের বরাত দিয়ে সুত্র এ খবর জানায়। মন্ত্রী বলেন,যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়। তিনি আরো বলেন,বিমান দুর্ঘটনার কবলে পড়া আরোহীদের উদ্ধারে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে।

জানা গেছে,বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের ১শ’ সদস্যকে অনুসন্ধানের জন্য দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ওই বিমানের আরোহীদের পরিচয় প্রকাশ করা হয় নি। স্থানীয় সময় বেলা ১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি উত্তরাঞ্চলীয় ভারাগাস রাজ্যের মাইকুয়েশিয়ার সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন