News71.com
 International
 05 Jul 17, 01:16 PM
 206           
 0
 05 Jul 17, 01:16 PM

যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ ও চরমপন্থায় অর্থায়ন করছে সৌদি আরব।। দ্য হেনরি জ্যাকসন সোসাইটির প্রতিবেদন    

যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ ও চরমপন্থায় অর্থায়ন করছে সৌদি আরব।। দ্য হেনরি জ্যাকসন সোসাইটির প্রতিবেদন      

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যে ইসলামিক সংগঠন ও উগ্রবাদীদের অর্থায়ন এবং উৎসাহদাতা হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সুস্পষ্ট সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে লন্ডনভিত্তিক ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক দ্য হেনরি জ্যাকসন সোসাইটি নামের একটি সংস্থা। তাদের দাবি,যেসব ইসলামি সংস্থা,উগ্রবাদী ধর্মীয় নেতা ও জিহাদি গ্রুপগুলো বিদেশি অনুদান গ্রহণ করে তার সঙ্গে সুস্পষ্ট ও ক্রমবর্ধমান সংশ্লিষ্টতা রয়েছে দেশটির। এছাড়া সংস্থাটি এ ব্যাপারে সৌদি আরব ও আরব উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে গণতদন্তের আহ্বান জানিয়েছে। তবে দ্য হেনরি জ্যাকসন সোসাইটির এ দাবিকে স্পষ্ট মিথ্যা’ বলে মন্তব্য করেছে ব্রিটেনের সৌদি আরব দূতাবাস। গুটিকয়েক ব্যক্তির উপর ভিত্তি করে প্রস্তুত এ তথ্য ভিত্তিহীন। প্রতিবেদনে বিশ্বাসযোগ্য প্রমাণের অভাব রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন