News71.com
 International
 05 Jul 17, 01:12 PM
 198           
 0
 05 Jul 17, 01:12 PM

ঐক্যের আহবানে আমেরিকায় ২৪১তম স্বাধীনতা দিবস পালিত ।।

ঐক্যের আহবানে আমেরিকায় ২৪১তম স্বাধীনতা দিবস পালিত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ২৪১তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে নিউইয়র্ক সিটির ইস্ট রিভার ও এর আশপাশের এলাকা জাতিসংঘ সদর দফতর ঘিরে ঝলসে উঠেছিল।৩০ লাখের অধিক আমেরিকান সরাসরি প্রত্যক্ষ করেন স্বাধীনতা দিবস উপলক্ষে চোখ ধাঁধানো আতশবাজি।টিভিতে সরাসরি এ দৃশ্য অবলোকন করেন আরো শতশত মিলিয়ন মানুষ।গত বছরের চেয়ে এবার ১০ হাজার শেল বেশি ব্যবহার করা হয় ২৫ মিনিট স্থায়ী আতশবাজিতে।শুধু তাই নয়,স্বাধীনতার চেতনা আর মূল্যবোধের পরিপূরক বেশ কিছু রংয়ের সংযোজনও ঘটানো হয়।স্বাধীনতার আলোকে পরিবেশিত মিউজিকের সাথে সমন্বয় ঘটিয়েই আতশবাজির খেলা চলে ইস্ট রিভারের পাড় ঘেঁষে ২৪ থেকে ৪১ স্ট্রিটের মধ্যে স্থাপিত ৫টি বার্জ থেকে। শুরু হয় সন্ধ্যা ৯টা ২৫ মিনিটে।

১৭৭৬ সালের এদিন ব্রিটিশদের দখল মুক্ত হয় যুক্তরাষ্ট্র।এবারের স্লোগান ছিল 'সন্ত্রাস মুক্ত আমেরিকা রচনায় সকলের ঐক্য'।এ উপলক্ষে ফেডারেল, স্টেট এবং সিটির সকল অফিস, স্কুল-কলেজ, সকল সংস্থায় ছুটি পালিত হয়।স্বাধীনতা দিবসের আমেজে সাজানো হয় বড় বড় সব হোটেল-রেস্টুরেন্টকে।অধিকাংশ ভবনেই শোভা পায় জাতীয় পতাকা। প্রশাসনিক ভবনসমূহে আলোকসজ্জা করা হয়।আতশবাজির বর্ণাঢ্য আয়োজন ছিল ফিলাডেলফিয়া, আটলান্টিক সিটি, লাসভেগাস, ডিজনি ওয়াল্ট, হলিউড, বস্টন, ডালাস, রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন সিটিতে।এবারও স্বাধীনতা দিবসে শতশত অভিবাসীর শপথ অনুষ্ঠিত হয় নাগরিকত্ব গ্রহণের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন