News71.com
 International
 05 Jul 17, 12:01 PM
 186           
 0
 05 Jul 17, 12:01 PM

 জাতিসংঘের শান্তি আলোচনা অনুষ্ঠান এড়ানোর সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের ।।  

  জাতিসংঘের শান্তি আলোচনা অনুষ্ঠান এড়ানোর সিদ্ধান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান বিরোধীতা তুঙ্গে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থানেও ক্ষুব্ধ পাকিস্তান। তারই জেরে শান্তি আলোচনা নিয়ে হতে চলা জাতিসংঘের অনুষ্ঠান এড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানি প্রধানমন্ত্রীর অফিস সূত্র জানিয়েছে,নওয়াজ শরিফের এই পদক্ষেপ আবশ্যক ছিল। কারণ একদিকে জাতিসংঘ সব সময় শান্তির কথা বলে আসছে। অথচ তারাই দ্বৈত অবস্থান নিচ্ছে কাশ্মীর নিয়ে। কাশ্মীরে মুসলিমদের ওপর চলা অন্যায় এবং ভারতের মদতে চলা সন্ত্রাসবাদের বিরোধিতায় জাতিসংঘ নির্বিকার।

নওয়াজ শরিফের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পেশাল কমিটির চেয়ার‌ম্যান মৌলানা ফজলুর রহমান। তিনি বলেন,বিশ্বের কাছে কাশ্মীর ইস্যু তুলে ধরার এই সিদ্ধান্ত কাজে দেবে। মোদির আমেরিকা সফরকে কটাক্ষ করে রহমানের মন্তব্য,এটা লজ্জাজনক,যে নিরীহ কাশ্মীরিদের উপর সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েও,কাশ্মীর নিয়ে আমেরিকার সমর্থন আদায় করেছেন মোদি। আমেরিকার কড়া সমালোচনা করে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসারের বলেন,কাশ্মীরীদের রক্ত হয়তো আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন কাশ্মীরে চালু হয় না। আমেরিকার এই সিদ্ধান্তকে বিচারের প্রহসন বলেও উল্লেখ করেন নিসার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন