News71.com
 International
 04 Jul 17, 07:56 PM
 224           
 0
 04 Jul 17, 07:56 PM

চীনে প্রবল বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু।।

চীনে প্রবল বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলের ১১টি প্রদেশে ২৯ জুন থেকে ভারী বর্ষণ চলছে। এতে ৫৬ জনের মৃত্যু ও আরো ২২ জন নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার বেসামরিক মন্ত্রণালয় একথা জানিয়েছে।মন্ত্রণালয় জানায়,বন্যায় মোট ২৭ হাজার বাড়িঘর ধসে পড়েছে এবং ৩৭ হাজার বাড়িঘরের ক্ষতি হয়েছে। জেজিয়াং,আহুই,জিয়ানঝি,হুবেই,হুনান,গুয়াংডং,চোংকিং,সিচুয়ান,গুইঝৌ,ইউনান ও গুয়াংজি ঝুয়াং প্রদেশে প্রবল বর্ষণের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। প্রাকৃতিক এই তা-বে আনুমানিক ২৫২৭ কোটি ইউয়ান (৩৭২ কোটি মার্কিন ডলার) ক্ষতি হয়েছে। গতকাল সোমবার ২০টি প্রদেশে দুর্গতদের ত্রাণ সহায়তার জন্য কেন্দ্র সরকার ১৮৮ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন