News71.com
 International
 24 Jun 17, 10:59 AM
 187           
 0
 24 Jun 17, 10:59 AM

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে ভারত ও আমেরিকাকে বাড়াবাড়ি না করার পরামর্শ চীনের ।।

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে ভারত ও আমেরিকাকে বাড়াবাড়ি না করার পরামর্শ চীনের ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন মার্কিন সফরে যে চর্চার বিষয় হবে বিতর্কিত দক্ষিণ চীন সাগর,তা আগেই আঁচ পেয়েছিল বেইজিং৷ আর তা থেকেই আগে ভাগে দক্ষিণ চীন সাগর নিয়ে ভারত ও আমেরিকাকে বাড়াবাড়ি না করার হুমকি দিয়ে বসল চীন৷ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেঙ্গ ছুয়াঙ্গ জানিয়েছেন,বিতর্কিত দক্ষিণ চিন সাগর নিয়ে চীন ও আসিয়ান দেশ গুলির মধ্য পরিস্থিতি অনেকটাই ঠাণ্ডা হয়ে গিয়েছে৷ ফলে অন্যান্য দেশকে সেই শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন জেঙ্গ৷

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে যা পরোক্ষে নয়াদিল্লি ও ওয়াশিংটনকে প্রচ্ছন্ন বার্তা৷ আগামী ২৬ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অন্যান্য বিষয়ের পাশাপাশি সেখানে আলোচনার টেবিলে উঠতে চলেছে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কূটনৈতিক বিষয়৷ যার মধ্যেই পড়ছে দক্ষিণ চীন সাগর৷

অতীতে দেখা গেছে দক্ষিণ চীন সাগরে ভারত সহ যেকোনো দেশ প্রবেশ করলেই বারবার হুঁশিয়ারি দিয়েছে চীন৷ এমনকি এই সাগরে অধিকার থাকা সত্ত্বেও ব্রুনেই, মালয়েশিয়া,ফিলিপাইন,তাইওয়ান ও ভিয়েতনামের প্রবেশের প্রতি লাল চোখ দেখিয়েছে চীন৷ ভিয়েতনামের তীরবর্তী অঞ্চলে ভারতীয় তেল উৎপাদন সংস্থা ওএনজিসি-র অবস্থান নিয়েও একাধিকবার আপত্তি জানিয়েছে তারা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন