News71.com
 International
 18 Jun 17, 03:44 PM
 171           
 0
 18 Jun 17, 03:44 PM

পাকিস্তানকে হারাতে নবাগত বুমরাহকে টিপস দিলেন অভিজ্ঞ শিখর ধাওয়ান

পাকিস্তানকে হারাতে নবাগত বুমরাহকে টিপস দিলেন অভিজ্ঞ শিখর ধাওয়ান

নিউজ ডেস্কঃ একজন জীবনের প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলছেন। আর অন্যজন গতবারের বিজয়ী টিমের অন্যতম সদস্য ছিলেন। প্রথমজন তরুণ তুর্কি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং অন্যজন তুখোড় ব্যাটসম্যান শিখর ধাওয়ান। একে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, তায় আবার ভারত-পাক মহারণ। এমন হাই ভোল্টেজ ম্যাচের টেম্পোটাই আলাদা। এমন সময় নার্ভ ঠিক রাখাই দুষ্কর। তাই কীকরে চাপমুক্ত হয়ে খেলতে নামবেন তা জানতে শিখরের দ্বারস্থ বুমরাহ। অভিজ্ঞ ক্রিকেটারের মতো উপদেশও দিলেন ধাওয়ান।

২০১৩ সালের ফাইনালের স্মৃতি রোমন্থন করলেন বাঁ হাতি ওপেনার। বুমরাহকে বললেন, আর পাঁচটা ম্যাচের মতোই ফাইনালকে নিতে। আলাদা করে কোনও প্রেশার না নিয়ে নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে বললেন বুমরাহকে। কারণ ধাওয়ানের মতে, মাঠে বেশ ঠান্ডা মেজাজের প্লেয়ার বুমরাহ। কখনও উত্তেজিত হতে দেখা যায় না তাঁকে। সেই মেজাজটাই ধরে রেখে স্বাভাবিক খেললেই কোনও চাপ পড়বে না বললেন শিখর। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে রানের মধ্যেই আছেন ধাওয়ান। চার বছর আগেও বেশ ভাল পারফর্ম করেছিলেন দেশের জার্সি গায়ে। কথার মধ্যেই এমন ধারাবাহিক পারফরম্যান্সের রহস্য জানতে চান বুমরাহ। তাঁর জবাবে শিখর বলেন, ‘রহস্য কী তা জানি না। কেউ যদি জানেন তাহলে আমাকে অবশ্য জানাবেন।’ এরপরেই বলেন, বিশ্বকাপের থেকেও কঠিন এই চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে বিশ্বের সেরা দলগুলিই খেলে।

তাই এমন টুর্নামেন্টে দেশের জন্য ভাল পারফর্ম করতে পেরে বেশ খুশি ধাওয়ান। ভবিষ্যতেও দেশের হয়ে আরও ভাল পারফর্ম করতে চান ধাওয়ান। পাকিস্তানের সঙ্গে ফাইনাল ম্যাচ। ক্রিকেটারদের কাছে দেশবাসীর প্রত্যাশাই অন্য ম্যাচের থেকে অনেক বেশি। এমন ম্যাচে চাপমুক্ত হয়ে নিজের সেরা খেলাটা বের করা বেশ কষ্টের। কিন্তু শিখরের পরামর্শ, নিজের সেরাটা দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে হবে। দর্শকদের নিরাশ করলে চলবে না। শিখর, বুমরাহদের সেরা খেলা দেখতেই আজ মুখিয়ে থাকবে ১৩০ কোটি ভারতীয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন