আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার বিবিসির খবরে জানানো হয়, আটকদের ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ক্ষতি পূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়া।নৌকায় করে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা চালানোর সময় যারা ধরা পড়েন, তাদের আটক করে মানুস দ্বীপে রাখা হয়।অস্ট্রেলিয়া এরই মধ্যে জানিয়েছে, মানুস দ্বীপে তাদের শিবির বন্ধ করে দেবে। তবে কবে থেকে তা ঠিক হয়নি। এখানে থাকা বন্দীদের কী হবে, তা স্পষ্ট নয়।তবে বন্দীদের কেউ যাতে অস্ট্রেলিয়ায় পুনর্বাসিত হতে না পারে সেটাই চাচ্ছে অস্ট্রেলিয়া।