News71.com
 International
 13 Apr 16, 12:33 PM
 714           
 0
 13 Apr 16, 12:33 PM

১৫ বছর পর ২৫০ প্রতিনিধি নিয়ে ইরান সফরে ইতালির প্রধানমন্ত্রী ।।

১৫ বছর পর ২৫০ প্রতিনিধি নিয়ে ইরান সফরে ইতালির প্রধানমন্ত্রী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশাল প্রতিনিধি দল নিয়ে আজ তেহরানে পৌঁছেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আমন্ত্রণে তিনি এ সফর করছেন ।

২৫০ জন রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিনিধি নিয়ে গঠিত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রেনজি। ২০০১ সালের পর এই প্রথম ইরান সফর করছেন ইতালির কোনো প্রধানমন্ত্রী। তেহরানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইরানের শিল্প, খনি এবং বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ রেজা নেয়ামতজাদেহ । পরে ইরানের ঐতিহ্য অনুযায়ী ইতালির প্রধানমন্ত্রীকে তেহরানের সাদাতাবাদ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কমপ্লেক্সে আনুষ্ঠানিক স্বাগত জানান প্রেসিডেন্ট রুহানি। এসময় তাদেরকে গার্ড অব অনার প্রদান করা হয় ।

শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে তেহরান-রোম দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে তেহরান সফর করছে রেনজি। এর আগে ইউরোপ সফরের অংশ হিসেবে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট রুহানি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন