News71.com
 International
 06 Jun 17, 04:01 PM
 217           
 0
 06 Jun 17, 04:01 PM

পশ্চিমবাংলা সরকারের সাথে যে টক্কর দেবে,সে চুরমার হয়ে যাবে ।। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি  

পশ্চিমবাংলা সরকারের সাথে যে টক্কর দেবে,সে চুরমার হয়ে যাবে ।। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বৃহস্পতিবার পাহাড়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তার দু’দিন আগে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মিরিক পৌরসভা জয়ের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে তীব্র ভাষায় আক্রমণ করে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন,কাকে ধমকাচ্ছেন,কাকে চমকাচ্ছেন। বন্দুককে ভয় পাই না। আমাকে ভয় দেখালে,প্রত্যাঘাত করব। সরকারের সঙ্গে টক্কর নিও না। সরকারের সঙ্গে যে টক্কর দেবে,সে চুরমার হয়ে যাবে।

খবরে বলা হয়,গতকাল সোমবার মিরিক যাওয়ার পথে,সৌরিনী বাজার এলাকায় মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর চেষ্টা করেন কয়েকজন মোর্চা সমর্থক। জনসভায় পৌঁছেই,নাম না করে চড়া সুরে মোর্চাকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন,আমাকে কালো পতাকা দেখানোর চেষ্টা করলো। আমি বললাম এসো এসো…পালিয়ে গেল…ভীতু কোথাকার! কাঞ্চনজঙ্ঘাকে দেখাও তোমাদের কত ক্ষমতা। আকাশ অনেক উঁচু। তোমাদের মাটিতে ঢুকিয়ে দেবে।

মাসখানেক পরেই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নির্বাচন। সেখানে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মোর্চা। অন্যদিকে, মিরিক জয়ের পর জিটিএ দখলে আত্মবিশ্বাসী তৃণমূলও। এই সংঘাতের আবহে জিটিএ-র হিসেব নিয়ে এদিন কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন,জিটিএ সরকারের কাছ থেকে যে টাকা পেয়েছে,তার বিশেষ অডিট হবে। আইন আইনের পথে চলবে। আমি অর্থ দফতরকে বলেছি। চেয়ারম্যানকে দেখিয়ে বলেছি,চেয়ারম্যানও ছাড় পাবে না। কেউ ছাড়া পাবে না।

অডিট করানোর সিদ্ধান্তকে মোর্চা ইস্যু করতে পারে,সেই সম্ভাবনার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এদিন টেনে আনেন,তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার প্রসঙ্গ। বলেন,কোচবিহারের পৌর চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছি। পাহাড়ে কেন ছাড়ব? মানুষের টাকা। যদি সঠিক থাকে,তাহলে আরও টাকা। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন