News71.com
 International
 12 Apr 16, 09:17 AM
 773           
 0
 12 Apr 16, 09:17 AM

অবিবাহিত যুগলদের হোটেল বুকিংয়ে বিশেষ সেবা প্রদান করবে ‘স্টে আঙ্কল’ ।।

অবিবাহিত যুগলদের হোটেল বুকিংয়ে বিশেষ সেবা প্রদান করবে ‘স্টে আঙ্কল’ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে অবিবাহিত যুগলদের অন্তরঙ্গ সময় কাটানোর প্রক্রিয়া এখন হতে চলেছে আরও সহজ। অনলাইনে বুকিং করলেই মিলবে ঘর। সেইসঙ্গে থাকবে সম্পূর্ণ গোপনীয়তা। এমনই নতুন সেবা নিয়ে হাজির হয়েছে ‘স্টে আঙ্কল’ নামে এক সংস্থা।

সংস্থার কর্তা সঞ্চিত শেঠি বলেন, সরকারি বিধিনিষেধ না থাকলেও হোটেল ভাড়া নিতে হয়রানির শিকার হতে হয় অবিবাহিত যুগলদের। আমরা এখন পঞ্চাশের দশকে পড়ে নেই। হোটেল বিষয়ে এই ধারণা আমাদের পাল্টাতে হবে।

আট থেকে বারো ঘণ্টার জন্য হোটেলের ঘর ভাড়া নিতে লাগবে ১৪০০ থেকে ৫০০০ টাকা।

প্রাথমিকভাবে দিল্লি ও মুম্বাইতে চালু হয়েছে ‘স্টে আঙ্কলে’র সেবা। ধাপে ধাপে সারা দেশেই এই সেবা চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যেই বহু হোটেল যুক্ত হয়েছে ‘স্টে আঙ্কলে’র সঙ্গে। যদিও পুলিশি ঝামেলা এড়াতে অনেকেই ‘স্টে আঙ্কেল’র সঙ্গে যুক্ত হতে আপত্তি করেছেন বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা সঞ্চিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন