আন্তর্জাতিক ডেস্ক : দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি সুষ্ঠ পরিবেশ প্রয়োজন। আর সেটাই বন্ধ করে দিয়েছে পাকিস্তান। শুক্রবার এমনই দাবি করলেন অরুণ জেটলি। প্রতিরক্ষামন্ত্রীর মতে, যেমনটা ধারনা রয়েছে, সেই তুলনায় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অনেকটাই ভাল। জেটলি দাবি করেন, উপত্যকার পরিবেশ শান্ত করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারত যে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, তার প্রমাণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাহৌরে গিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনে গিয়ে দেখা করা।জেটলি যোগ করেন, অন্যদিকে, পাকিস্তান তার জবাবে পঠানকোট, উরিতে জঙ্গি হামলা চালিয়েছে। ভারতীয় সেনা জওয়ানের দেহ বিকৃত করে পাঠিয়েছে। এর থেকেই স্পষ্ট, আলোচনার জন্য যে পরিবেশের প্রয়োজন, তা নষ্ট করে দিয়েছে পাকিস্তান।