আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ বিস্ফোরণের দায় না নিয়ে নাশকতার নিন্দা করল আফগান তালেবান। সংগঠনের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের বিবৃতিতে প্রকাশ করেছে। তাতে তালেবান মুখপাত্র সরাসরি নাশকতার নিন্দা করে। এতে বলা হয়,নিরীহদের উপর হামলার দায় নিচ্ছে না আফগান তালেবান। যদিও এর আগে তালেবান হামলায় বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানে।
প্রশ্ন উঠছে,নাশকতার দায় আফগান তালেবান এড়িয়ে গেলে কোন পক্ষ এই বিস্ফোরণ ঘটাতে পারে? সেক্ষেত্রে সন্দেহ গিয়ে পড়ছে আফগানিস্তানে জেঁকে বসতে চাওয়া ইসলামিক স্টেটের দিকেই। মধ্যপ্রাচ্যে জমি হারিয়ে আফগানিস্তানকে ভিত্তি করে নাশকতা চালাতে মরিয়া এই সংগঠন।আজ (বুধবার) কাবুলের কূটনৈতিক এলাকায় বিস্ফোরণে অন্তত ৮০ জনের মৃত্যু হয়। আহত তিনশোর বেশি। নাশকতায় আন্তর্জাতিক মহল তীব্র আলোড়িত। তবে দূতাবাসের কর্মীরা সুরক্ষিত আছেন। বিস্ফোরণের জার্মান,জাপান ও ইরান দূতাবাসে কিছু ক্ষতি হয়েছে।